বুধবার ১৩ই অগস্ট উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা। মৌসুমী অক্ষরেখা ফের North Bengal র ওপর দিয়ে বিস্তৃত। এই অক্ষরেখা বাল্মিকী নগর এবং Jalpaiguri র উপর দিয়ে পূর্ব ও উত্তর পূর্ব দিকে এগিয়ে Arunachal Pradesh পর্যন্ত বিস্তৃত। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বজ্রবিদ্যুৎ- সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে Nadia, Murshidabad ও Birbhum জেলাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
Low pressure likely to form in northwest and west central Bay of Bengal on August 13