Donald Trump কে হারিয়ে Nobel Peace পেয়েছিলেন মাচাদো। একাধিক যুদ্ধ থামানোর জন্য প্রথম থেকে তাঁরই নোবেল পাওয়া উচিত বলে বারবার দাবি করে আসছিলেন America র প্রেসিডেন্ ডোনাল্ড ট্রাম্পট। কিন্তু শেষমেশ দেখা যায় নোবেল শান্তি পুরস্কার হাত ছাড়া হয়েছে। মানে নোবেল কমিটি তাঁকে দিতে চাননি। ভেনেজুয়েলায় গণতন্ত্র ফেরাতে তাঁর লড়াইকে কুর্ণিশ জানিয়ে মাচাদোর হাতে নোবেল শান্তি পুরস্কার তুলে দেয়। তবে নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পকে উৎসর্গ করেন Machado। তিনি বলেছিলেন, এই পুরস্কার ট্রাম্পেরই পাওয়া উচিত ছিল।
Machado won the Nobel Peace prize instead of Donald Trump