ইডি (ED)-র নোটিশ এখন শালপাতার টুকরো। পানের দোকানিরাও পরোয়া করেন না। রবিবার হুগলির শ্রীরামপুরে মাহেশ (Mahesh) এ এসে মদন মিত্র (Madan Mitra) এভাবেই কটাক্ষ করলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। এদিন তিনি জগন্নাথ এবং বললাম দর্শনে এসে বলেন, এমন দিন যেন দেখতে না হয় বাবা যেদিন তোমার দরজাতেও ইডির নোটিশ এসে পরে। এদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরকে এভাবেই কটাক্ষ করলেন তৃণমূল নেতা তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র। মদন মিত্রের সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। আসন্ন ভবানীপুর উপ-নির্বাচন (Bhabanipur by-election) এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এর বিপুল ভোটে জয়ের লক্ষ্যে প্রার্থনা করেন মদন ও বাবুন। স্বমহিমাতেই সাংবাদিকদের সামনে ধরা দেন মদন মিত্র। শ্যামা সঙ্গীত গেয়ে শোনানোর পাশাপাশি আগামী দিনে দলের লক্ষ্য যে দিল্লি, তা বুঝিয়ে দেন মদন।