Advertisement

Madan Mitra: রচনাকে নিয়ে জামাইষষ্ঠীতে মদন, ভবানীপুরে ২৯ জামাইকে ভুঁড়িভোজ

ভোট উৎসব শেষ, এবার বাঙালির আরেক উৎসব জামাইষষ্ঠী। ভবানীপুরে ৬২ পল্লী পুজো প্রাঙ্গনে আয়োজন করা হল জামাইষষ্ঠীর। আয়োজনে ছিলেন মদন মিত্র। ২৯ জোড়া মেয়ে জামাইকে বরণ করে নেওয়া হল। মদন মিত্রর সঙ্গে ছিলেন নব নির্বাচিত তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। যাদের আলাদা করে জামাইষষ্ঠী পালন করার সামর্থ্য নেই তাদের নিয়েই এই জামাইষ্ঠীর আয়োজন।

Advertisement
POST A COMMENT