অগ্নিমূল্য বাজার। শাক সবজি থেকে শুরু করে মাছ, ডিম, মাংস, সর্ষেল তেল , আলু , পেঁয়াজ সবকিছুরই দামা কার্যত লাগামছাড়া। এই পরিস্থিতিতেও কিন্তু মাত্র দুটাকায় সিঙাড়া বিক্রি করে নজির গড়েছেন মদন বাবু। এলাকায় তিনি মদন কাকু বলেই পরিচিত। বর্ধমান-কালনা রোডের ধারে এই ছোট্ট দোকানে বিকেল পর থেকেই মেলে দুটাকার সিঙাড়া। আর চাহিদাও প্রচুর। এমনকি বাসের কনডাক্টররাও ফোনে অর্ডার দিয়ে রাখেন কয় প্যাকেট সিঙাড়া লাগবে। দ্রব্যমূল্য বৃদ্ধিতে নাজেহাল মানুষ। বেড়েছে তেলে ভাজার দামও । এমন অবস্থায় মাত্র দু টাকার সিঙ্গারা ভাবাই যায় না। কিন্তু সেটাই সম্ভব করেছেন মদন কাকা । দীর্ঘ চল্লিশ বছর ধরে তৈরি করছেন সিঙ্গারা ।
Madon Kaku sells samosas for 2 rupees