scorecardresearch
 
Advertisement

Mahul collection in Bankura: চৈত্রতেই জঙ্গলে মেলে মহুল, চাহিদা আছে দাম নেই

Mahul collection in Bankura: চৈত্রতেই জঙ্গলে মেলে মহুল, চাহিদা আছে দাম নেই

বাঁকুড়ার জঙ্গল মহলের অন্যতম বনজ সম্পদ মহুল। স্থানীয়রা এটিকে অবশ্য মোল বলেই জানেন । মোল সংগ্রহ করে এই জেলার বিষ্ণুপুর, জয়পুর, রায়পুর, সারেঙ্গা সহ সোনামুখীর কয়েকশো পরিবার প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জীবন ধারন করেন। সাতসকালে সোনামুখীর জঙ্গলঘেরা মাচডোবা, মৌরাশলি, শিবেরবান্দ এলাকায় দেখতে পাওয়া যায় ঝুড়ি নিয়ে মহুল গাছের তলায় একমনে মহুল সংগ্রহে ব্যস্ত স্থানীয়রা। জঙ্গল মহলে চাষাবাদ কম হয়, একশ দিনের কাজও সেভাবে হচ্ছে না । তাই সংসার চালানোর জন্য এইসময় এক মাস মহুল সংগ্রহ করে অর্থ উপার্জন করেন অনেকেই। এই মহুল তারা বাইরে থেকে আসা পাইকারদের কাছে বিক্রি করে থাকেন । অনেকে আবার বাড়িতে খাবার হিসাবেও ব্যবহার করে মহুল।

Mahul collection in Bankura

Advertisement