Advertisement

VIDEO: ব্যবসায়ী সব্যসাচী মণ্ডল খুনে আত্মসমর্পণ খুড়তুতো ভাই সোমনাথের

গত ২২ অক্টোবর রাতে পূর্ব বর্ধমানের দরিয়াপুরে খুন হন হাওড়ার ব্যবসায়ী সব্যসাচী মণ্ডল। নিজের বাড়িতেই তাঁকে গুলি করে ও কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। সম্পত্তিঘটিত কারণে তিনি যে খুন হতে পারেন, পরিচিতদের সে কথা প্রায়ই বলতেন হাওড়ার নিহত ব্যবসায়ী সব্যসাচী মণ্ডল (৩৮)। এই ঘটনায় এবার বর্ধমান আদালতে আত্মসমর্পণ করলেন সব্যসাচীর খুড়তুতো ভাই সোমনাথ মণ্ডল। জানা যাচ্ছে সোমনাথই  ৫০ লক্ষ টাকা দিয়ে সব্যসাচী মণ্ডলকে খুনের জন্য সুপারি কিলার নিয়োগ করেছিলো।

Businessman sabyasachi mondal murder case

Advertisement