Advertisement

Mandarmani: হানিমুন কাপলদের জন্য আদর্শ জায়গা এই সমুদ্র তট

সব সমুদ্রের মতোই মন্দারমণি তটেরও মূল আকর্ষণ সমুদ্রের ঢেউ। আপাত শান্ত, তবে একাকী বা নিতান্ত হানিমুন কাপলদের সময় কাটানোর আদর্শ। এখানে একটি বাজার আছে। সেটাই এখানকার একমাত্র জমজমাট জায়গা। প্রচুর জিনিস পাওয়া যায়। আর সমুদ্রতীরের বাজারের যে আকর্ষণ, নানা রকম মাছ ভাজা আর ফ্রাই। আশপাশে আর তেমন কোনও দোকানপাট নেই। ফলে যদি ওই মার্কেট থেকে একটু দূরে যদি হোটেল-রিসর্টে থাকেন। বেরিয়ে কিছুই পাবেন না। অটো বা গাড়িতে কয়েক কিমি দূরে মন্দারমণি মার্কেটে যেতে হবে। তবে এখানকার সব রিসর্টে সব কিছুই পাওয়া যায়।  দিন কয়েকের জন্য ছুটি কাটানোর একেবারে আদর্শ জায়গা হল মন্দারমণি। এখানে সমুদ্রে বোটিং-সহ পর্যটকদের মনোরঞ্জনের জন্য একাধিক রাইড রয়েছে। তবে সেক্ষেত্রে নিজেদের নিরাপত্তার দিকটির ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত হয়ে তবেই সেগুলিতে চড়া ভাল।

Advertisement
POST A COMMENT