scorecardresearch
 
Advertisement

Tusu Festival in West Bengal: করোনার জেরে ফিকে টুসু উৎসবও! অথৈ জলে গ্রাম বাংলার শিল্পীরা

Tusu Festival in West Bengal: করোনার জেরে ফিকে টুসু উৎসবও! অথৈ জলে গ্রাম বাংলার শিল্পীরা

পশ্চিমবাংলার বড় উৎসবগুলির মধ্যে মকর সংক্রান্তি অন্যতম। শুক্রবার, ১৪ জানুয়ারি, পালিত হবে এই বিশেষ উৎসব। তবে করোনার কারণে ফিকে হয়েছে এবারের মকর সংক্রান্তির উৎসবও। বন্ধ রয়েছে বিভিন্ন বাজার হাট। গ্রাম বাংলায়, বিশেষ করে জঙ্গলমহলে মকর সংক্রান্তি উপলক্ষে উদযাপিত টুসু উৎসব খুবই জনপ্রিয়। এবার জমল না সেই টুসু হাটও। তাই মন মরা জঙ্গলমহলের টুসু শিল্পীরা। প্রায় তিন মাস ধরে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লকের টুসু শিল্পীরা বাড়িতে টুসু তৈরি করেছিলেন। কিন্তু হাট-বাজার বন্ধ থাকায় অথৈ জলে পড়েছেন তারা। টুসু বিক্রী না হওয়ায় তারা ক্ষতির মুখে পড়ছেন। এক কথায় বলা যায়, করোনার জেরে মকরের আনন্দে এবার অনেকটাই ভাঁটা পড়েছে।

Tusu Festival 2022 Effected Due to Covid Pandemic

Advertisement