scorecardresearch
 

Joydeb Kenduli Mela: আখড়ায় বাউলের গান, বিকিকিনি, দু'বছর পর চেনা ছবি জয়দেবের মেলার

Joydeb Kenduli Mela: আখড়ায় বাউলের গান, বিকিকিনি, দু'বছর পর চেনা ছবি জয়দেবের মেলার

মকর সংক্রান্তির পুণ্যলগ্নে জমজমাট বীরভূমের জয়দেব কেন্দুলি মেলা। করোনার কারণে গত দু'বছর মেলার আনন্দ কার্যত উপভোগই করতে পারেননি সাধারণ মানুষ। তবে এবার ফের মেলার চেনা ছবি। একের পর এক বাউলের আখড়ায় জমে উঠেছে গানের আসর। একইসঙ্গে চলছে পুণ্যস্নান ও কবি জয়দেবের মন্দিরে পুজো দেওয়ার পর্ব। মেলাকে কেন্দ্র করে বসেছে প্রচুর দোকান, চলছে দেদার কেনাকাটাও।

Joydeb Kenduli Mela 2023