মালদা জেলার হবিবপুর ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী যাদবনগর গ্রাম। প্রাচীনকাল থেকেই গম্ভীরা গানের অস্তিত্ব রয়েছে এই গ্রামে। আইহো যাদবনগরে একাধিক গম্ভীরা দল রয়েছে। তাদের সুনামও রয়েছে জাতীয় স্তরে। এক সময় এলাকার পুরুষরাই শুধুমাত্র এর সঙ্গে যুক্ত ছিলেন। আস্তে আস্তে এর সঙ্গে যুক্ত হন মহিলারাও। এলাকার পুরুষ গম্ভীরা দলের হাত ধরেই তৈরি হয়েছে মহিলা গম্ভীরা দল। এরপর ওই মহিলাদের অভিনয় ও গানে মুগ্ধ হয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি তালিকায় তাদের দলের নাম রেজিস্টার করা হয়। বর্তমানে সরকারি বিভিন্ন প্রকল্পের প্রচার থেকে শুরু করে জেলার বিভিন্ন প্রান্তে নানান অনুষ্ঠানে ডাক পান তাঁরা। নিজেরাই গান বাঁধেন, নিজেরাই সুর তোলেন। ঘরের কাজের ফাঁকেই প্রতিদিন ২ থেকে ৩ ঘন্টা চলে মহরা। এই গম্ভীরা গানের মধ্য দিয়েই সয়ম্বর হওয়ার দিশা খুঁজে পেয়েছেন মহিলা গম্ভীরা শিল্পীরা। দেখুন এই গম্ভীরা গানের কিছু ঝলক।
Malda Women Artists Formed Gambhira Team