Advertisement

Malda Clash: মানিকচকে বিদ্যুৎ-বিভ্রাট নিয়ে বিক্ষোভ, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ জনতার, গুলি

উত্তপ্ত মালদা। বিদ্যুৎ বিভ্রাট নিয়ে পুলিশ ও জনতার মধ্যে রণক্ষেত্রের চেহারা নিল। বেশ কয়েদিন ধরেই বিদ্যুৎ বিভ্রাট চলছিল বিস্তীর্ণ এলাকায়। তারই প্রতিবাদে এদিন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন গ্রামবাসীরা। অবরোধ তোলার জন্য ঘটনাস্থলে যায় পুলিশ। মালদার মানিকচকের এনায়েতপুরে অবরোধ তুলতে গেলেন জনতা–পুলিশ খণ্ডযুদ্ধ হয়। জখম হন মানিকচক থানার আইসি–সহ কয়েকজন পুলিশকর্মী। পরিস্থিতি সামাল দিতে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে। ক্ষিপ্ত জনতা পুলিশের একটি গাড়িতেও ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে। এলাকায় পৌঁছায় মালদা রেঞ্জের ডিআইজি।

Advertisement
POST A COMMENT