অভিযোগ অস্বীকার করেছিল দিল্লি পুলিশ। মালদার চাঁচলের সেই পরিবারকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করল তৃণমূল কংগ্রেস। ফিরহাদ হাকিম ও কুণাল ঘোষের পাশে বসে সাবনূর পারভিন অভিযোগ করলেন, দিল্লি পুলিশ জোর করে জয় শ্রী রাম বলানোর চেষ্টা করেছে। তিনি বলেন, 'দিল্লিতে থাকতাম আমরা। আমাদের ঘরে চারটে লোক এসেছিল। তারা বলল, আমরা পুলিশের লোক। আধার কার্ড দেখান। ওরা বলল, আপনারা বাংলাদেশি। পালাবার চেষ্টা করবেন না। বললাম, আমরা মালদার লোক। আমাদের নিয়ে গিয়ে প্রচণ্ড অত্যাচার করতে শুরু করল। জয় শ্রী রাম বল, তারপর ছাড়া হবে। আমার পেটে লাথি মেরেছিল। আমার ছেলেটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করছিল। আমাকে হুমকি দিল ২৫ হাজার টাকা দিলে ছাড়ব'।