'আমার পছন্দ ইসলাম ধর্ম। কারণ মুসলিমরা ধর্ম নিয়ে রাজনীতি করে না'। তৃণমূলের ২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় এই মন্তব্য করে সমালোচনার মুখে মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। দক্ষিণ মালদার বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ীর বক্তব্য, সংখ্যালঘু তোষণের জন্য বারবার হিন্দু ধর্মকে অপমান করছে বিজেপি। আত্মপক্ষ সাফাইয়ে বিধায়ক আবার দুষেছেন গেরুয়া শিবিরকে। তাঁর কথায়,'বিজেপির থেকে হিন্দু হওয়ার সার্টিফিকেট নেব না'।