'সন্ত্রাসের বিরুদ্ধে আমার সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। সবাই আমরা দেশের পক্ষে। এই মানসিকতা নিয়ে কাজ করার সিদ্ধান্ত হয়েছে। মনিটরিং চলবে। চিন্তা করার ব্যাপার এখনও হয়নি। ভয়ের কারণ নেই। আগে থেকে জানিয়ে দেব'। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর এ কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এখন সমস্ত ছুটি বাতিল করা হয়েছে।