মোবাইল কেনার জন্য রাজ্যের সমস্ত অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীর অ্যাকাউন্টে জমা পড়ল ১০ হাজার টাকা করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী এই অর্থ সরাসরি ব্যাঙ্কে পাঠানো হয়েছে। কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী একটি চিঠিতেও শুভেচ্ছা জানিয়েছেন। স্মার্ট ফোনের মাধ্যমে স্বাস্থ্য ও শিশু কল্যাণের কাজে আরও গতি আনতেই এই সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার। আগে থেকেই বাজেটে এই খাতে বরাদ্দ ছিল ২০০ কোটি টাকা। সরকারের অ্যাপ ব্যবহার, তথ্য পাঠানো এবং সুষ্ঠু পরিষেবা দেওয়ার জন্য এটি কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।