Advertisement

Mamata Banerjee: 'প্রধানমন্ত্রী সময় না দিলে যা করার করব', রাজ্যের বকেয়া নিয়ে হুঁশিয়ারি মমতার

১০০ দিনের কাজ-সহ বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের বকেয়ার দাবিতে সরব তৃণমূল। তাই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে রাজ্যের বকেয়ার দাবি জানাতে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাক্ষাতের জন্য প্রধানমন্ত্রীর কাছে আগামী ১৮ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে যে কোনও এক দিন সময় চেয়েছেন মুখ্যমন্ত্রী। শনিবার বাগডোগরা বিমানবন্দরে মমতা বলেন, '১৮, ১৯, ২০ ডিসেম্বরের মধ্যে যে কোনও এক দিন সময় চেয়েছি প্রধানমন্ত্রীর কাছে। যদি সময় দেন ভাল, না হলে যা করার করব। আমি দিল্লি যাচ্ছি ১৭ তারিখ সন্ধ্যায়।' তাঁর সঙ্গে কয়েক জন সাংসদও দিল্লি যাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisement
POST A COMMENT