Advertisement

Scheme: 26 র আগে Mamata Banerjee র টার্গেট দেড় লাখ, 72 হাজার Lakshmir Bhandar, বিরাট লাভ জনতার!

২০২৬ সালে রাজ্যে Vidhan Sabha Election। নির্বাচনের আগে আরও বেশি করে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে রাজ্যের তৃণমূল সরকার। এমনকী মানুষের সমস্যার সমাধানের জন্য আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিও শুরু হয়েছে। মঙ্গলবার Purba Bardhaman র সভা থেকেও মানুষের হাতে পরিষেবা তুলে দেন মুখ্যমন্ত্রী। Mamata Banerjee বলেন, আমি খুশি আমার ছাত্রছাত্রী বন্ধুরা যারা ক্লাস নাইনে উঠেছে, আজকে থেকে আমরা শুরু করলাম। বিগত ১০টি পর্যায়ে ১ কোটি ৩৮ লক্ষের বেশি Cycle আমরা দিয়েছি। আরও সাড়ে বারো লক্ষ পেয়ে যাবে, বর্ধমান থেকে আমরা শুরু করছি। আজ প্রায় পাঁচ হাজার সাইকেল প্রদান করা হচ্ছে। এখান থেকে দেড় লক্ষ পরিবারের কাছে বিভিন্ন পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে। আজকে দেড় লক্ষ মানুষকে পরিযেবা দেওয়া হবে, তার মধ্যে ৭২ হাজারের বেশি লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। শুনুন কী বললেন মমতা।

Mamata Banerjee Lakshmir Bhandar before 2026 assembly elections in West Bengal

Advertisement