চাকরিহারা শিক্ষক ও শিক্ষা দুর্নীতি প্রসঙ্গে নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বললেন, 'যারা একদিন আমাদের মন্ত্রিসভায় ছিল, তারাও কম লোককে চাকরি দেয়নি।' বস্তুত, ২০১৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে ছিলেন শুভেন্দু অধিকারী।