সোমবার নবান্ন থেকে বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য নয়া প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন প্রকল্প করা হচ্ছে। শ্রমশ্রী, নতুন পরিকল্পনা। মাসে মাসে সহায়তা ৫ হাজার। ফিরে আসার পর ১২ মাস নতুন কাজের ব্যবস্থা না হওয়া পর্যন্ত সহায়তা। উৎকর্ষ বাংলায় স্কিল ট্রেনিং দেওয়া হবে। কর্মশ্রীতে এদের জবকার্ড দেওয়া হবে। এই প্রকল্পের সুবিধা পাবেন ২২ লক্ষ ৪০ হাজার পরিযায়ী শ্রমিক।