নিজের ফোনে ১৯১২ সালের ১০ টাকার নোট দেখালেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করিয়ে দিলেন,'ওই নোটে বাংলায় লেখা আছে। আর এই অপদার্থরা বলছে বাংলা বলে কোনও ভাষা নেই'। উপস্থিত সাংবাদিকদেরও ডেকে নেন মুখ্যমন্ত্রী।