Advertisement

Mamata Banerjee vs PM Modi : ‘নাকখত দিলেও ক্ষমা নেই...' মোদির কোন কাজে মমতা এত অভিমানী

নাকখত দিলেও ক্ষমা হবে না। এভাবেই বিজেপিকে কার্যত তুলোধনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। মঙ্গলবার, ৯ ডিসেম্বর কোচবিহারের রাসমেলার ময়দানে এই মন্তব্য করেন তিনি। প্রসঙ্গত লোকসভায় 'বন্দেমাতরম' নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গানের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করেন। যা নিয়ে সমালোচনার ঝড় ওঠে সংসদের ভিতরে ও বাইরে। যদিও পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্কিমচন্দ্রকে বঙ্কিমবাবু বলে সম্বোধন করেন। মঙ্গলবার, কোচবিহারে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে নিশানা করে বলেন, ‘বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলছেন। যেন মনে হচ্ছে শ্যামদা, হরিদা। জাতীয় গানের (ন্যাশনাল সং) প্রতিষ্ঠাতাকে এতটুকু সম্মান দিলেন না! মাথা নীচু করে, নাকখত দিলেও আপনাদের ক্ষমা হবে না। তিনি আরও বলেন দেশের ইতিহাসকে ওরা অপমান করেছে।

Mamata Banerjee's strong words against BJP over 'bandemataram' controversy

Advertisement