কাঁচামালের মূল্যবৃদ্ধিতে ধুঁকছে হাওড়ার শেফিল্ড । লাগাতার প্রয়োজনীয় লোহা, আকরিক,কয়লা, ম্যাঙ্গানিজ প্রভৃতির অনিয়মিত মূল্যবৃদ্ধির জেরে কার্যত নাভিশ্বাস উঠেছে হাওড়ার গোশালা ইন্ড্রাস্টিয়াল এস্টেটের অধিকাংশ কারখানার। এই এস্টেটের মধ্যে ছোট-বড় মিলিয়ে প্রায় ২৩০টি লোহার কারখানা রয়েছে। যারমধ্যে প্রায় ৯০টি কারখানা বন্ধের মূখে। অন্যান্য কারখানাগুলোর অবস্থাও তথৈবচ। চিন্তায় মালিক-শ্রমিক দু-পক্ষই।
Many factories in Howrah are on the verge of closing down as the price of raw materials have steadily increased