Advertisement

Suvendu Adhikari: মেদিনীপুরে প্রসূতি মৃত্যু কাণ্ডে স্বাস্থ্যমন্ত্রী-স্বাস্থ্যসচিবের গ্রেফতারের দাবিতে মিছিল শুভেন্দুর

মেদিনীপুর মেডিকেল কলেজে বিষ স্যালাইন কাণ্ডে প্রসূতি এবং শিশু মৃত্যুর ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। ঘটনায় ইতিমধ্যেই সিআইডি তদন্ত দেওয়া হয়েছে। সিআইডির তদন্তকারী আধিকারিকেরা ইতিমধ্যেই রিপোর্ট জমা দিয়েছে স্বাস্থ্য দপ্তরে। সিআইডি রিপোর্টের উপর ভিত্তি করে স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র, সিনিয়র, নার্স এবং সুপার সহ ১৩ জনকে সাসপেন্ড করেছে। আর এই সাসপেনশন অবৈধ বলে দাবি করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ জুনিয়র ডাক্তাররা এবং সমাজের বিশিষ্ট জনেরা। মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসুতি মৃত্যু কান্ডে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্যসচিবের গ্রেফতারের দাবিতে নাগরিক সমাজের ডাকে মেদিনীপুর শহরে প্রতিবাদ মিছিলের ডাক দেন শুভেন্দু অধিকারী।

Advertisement
POST A COMMENT