কাকুর সঙ্গে হাঁটুর বয়সী ভাগ্নির বিয়ে দিয়েছিল বাবা- মা। আর তারপর যা হল, তা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো চর্চার বিষয়। খবর পেয়ে পুলিশ পাকড়াও করল মেয়েটির বাবাকে। এই বয়সে মেয়ের বিয়ে দিয়ে ভুল করেছেন তাঁরা। স্বীকীর করেছেন মেয়েটির মা। এই ভুল যাতে আর কেউ না করেন তাঁর জন্য আবেদনও জানিয়েছেন মেয়েটির মা। এই ঘটনা মুর্শিদাবাদের রানিতলা থানার অন্তর্গত বোয়ালিয়া এলাকার। অভিযোগ, প্রায় চার মাস আগে কাকুর বয়সী এক ব্যক্তির সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছিলেন বাবা-মা। বেশি লোক জানাজানি হতে দেননি। কিন্তু শেষ রক্ষা হল না।