Advertisement

Swarupnagar: SIR প্রক্রিয়ায় কাজের নামে দিনরাত হয়রানি, উত্তর 24 পরগনার 50 BLOর গণ ইস্তফার দায় কমিশনের?

SIR প্রক্রিয়ায় কর্তব্যরত BLO দের প্রতি ইলেকশন কমিশনের আস্থাহীনতা, ইলেকশন কমিশনের নীতিগত অস্পষ্টতা, কাজের নামে BLO দের হয়রানি এর প্রতিবাদে এই গণ ইস্তফা BLO দের। শুক্রবার দুপুরে উত্তর 24 পরগনার স্বরূপনগর বিধানসভা এলাকার 50 জন BLO বিডিও এর দপ্তরে গিয়ে গণ ইস্তফা পাত্র তুলে দেয়। ইস্তফা প্রদানকারী BLO-দের দাবি- SIR প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের তরফে তাদেরকে অহেতুক হয়রানী করা হচ্ছে। কারণ বিভিন্ন ভুলের কারণে তাদের মাধ্যমে ভোটারদের হয়রানি করা হচ্ছে। ছোটখাটো ভুলের কারণে বারবার ভোটারদের নোটিশ ধরানো হচ্ছে, দিনের পর দিন কাজের চাপ বেড়েই চলেছে। একদিকে স্কুল করতে হবে অন্যদিকে নির্বাচন কমিশনারের এই চাপ সব মিলিয়ে ব্যাপক চাপের মুখে BLOরা। তাই তারা গনইস্তফা প্রদানের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন।

Mass resignation of BLOs protesting Election Commission's harassment in SIR process

Advertisement