বারবার চুরি হচ্ছিল বাইক, পুলিশে অভিযোগ জানিয়েও লাভ হচ্ছিল না। তবে এবার চোরকে প্রমাণ-সহ হাতেনাতে ধরে হাত বেঁধে হাঁটিয়ে হাঁটিয়ে থানায় নিয়ে এলেন বাসিন্দারা। মোটর সাইকেল চোরকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে, হাত বাঁধা অবস্থায় রাস্তায় হাঁটিয়ে পুলিশের হাতে তুলে দিলেন এলাকাবাসী। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভা 7 নম্বর ওয়ার্ড এলাকায় ঘটেছে। গত 10 জুন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাসিন্দা রাজকুমার খামরুইয়ের বাইক চুরি গিয়েছিল।
Medinipur Bike Thief Viral Video