scorecardresearch
 
Advertisement

Amrita Roy, BJP's Krishnanagar Lok Sabha election candidate : BJP প্রার্থী কৃষ্ণনগরের অমৃতা রায়ের রানিমা হওয়ার অজানা গল্প শুনুন

Amrita Roy, BJP's Krishnanagar Lok Sabha election candidate : BJP প্রার্থী কৃষ্ণনগরের অমৃতা রায়ের রানিমা হওয়ার অজানা গল্প শুনুন

কৃষ্ণনগরের রাজমাতা এবার বিজেপি প্রার্থী। রাজপরিবারের প্রতি মানুষের আগ্রহও বরাবরের। এই রাজবধূর সম্পর্কে কিছু অজানা তথ্য আপনাদের জানাবো। ১৯৬১ সালের ডিসেম্বর মাসে জন্ম অমৃতা রায়ের। তার স্বামী রাজ পরিবারের সন্তান সৌমিশ চন্দ্র রায়। অমৃতা রায় কৃষ্ণনগর রাজবাড়ির ৩৯ তম কুলবধূ। আর রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সময় কাল থেকে ধরলে অমৃতা রায় নবম কুলবধূ। নদিয়া রাজ কৃষ্ণচন্দ্রর নবম পুরুষ চন্দ্র রায় তার স্ত্রী অমৃতা। অমৃতা রায়ের একমাত্র পুত্র মনীশ চন্দ্র রায়। পেশায় একজন আইনজীবী। অমৃতা দেবীর স্বামী সৌমিশ চন্দ্র রায় এয়ার ইন্ডিয়াতে চাকরি করতেন কৃষ্ণনগর রাজবাড়ির ঐতিহ্যের বিষয় সম্পত্তি গুলো দেখভাল করার জন্য লন্ডনে থাকাকালীন স্বেচ্ছা অবসর নিয়ে কৃষ্ণনগরে চলে আসেন। বর্তমানে কৃষ্ণনগরের পাশাপাশি কলকাতা বালিগঞ্জ সার্কুলার রোডে বসবাস করেন অমৃতা দেবী।

Meet Amrita Roy, BJP's Krishnanagar Lok Sabha election candidate to take on TMC's Mahua Moitra

Advertisement