পেটের তাগিদে পশ্চিমবঙ্গের Panskura -সহ Murshidabad থেকে একাধিক Migrant Workers Odisha গিয়েছিলেন। বেশ কয়েকমাস ধরে সেখানে থেকেই কাজ করছিলেন তাঁরা। ইতিমধ্যেই ভারতবর্ষের অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গে SIR -এর কাজ শুরু হয়েছে। এই আবহে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমুল কংগ্রেসের SIR বিরোধিতার প্রসঙ্গে দেশজুড়ে নানা বির্তক তৈরি করেছে । এই পরিস্থিতিতে বাংলার পরিযায়ী শ্রমিক যারা ভিনরাজ্যে গিয়ে কাজ করেন তাঁদের চরম হেনস্তার শিকার হতে হচ্ছে।
Migrant workers from West Bengal face harassment in other states