Advertisement

Murshidabad: ভাঙা বাঁ পায়ের বদলে ডান পায়ে ছুড়ি-কাঁচি চালিয়ে দিয়ে ডাক্তারের দাবি,'অপারেশন সাকসেসফুল'

ভেঙেছে বাম পা, অপারেশন হল ডান পায়ে। একইরকম গাফিলতির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। এক্স রে-তেও রয়েছে বাম পা , অথচ ডান পায়ে চিকিৎসা হয়েছে। এই ঘটনাটা মেডিক্যাল কলেজ হাসপাতালে ঘটেছে। সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে কী ভয়বহ অবস্থাটা একবার ভাবুন। ঘটনাটা ঘটেছে Murshidabad Medical College Hospital এ।

Mistaken operation performed on right leg instead of broken left leg

Advertisement