scorecardresearch
 
Advertisement

Mithun Chakraborty: মিঠুন বাংলাদেশি হিন্দু প্রশ্ন এড়িয়ে গেল, মুসলিম দেশে ফিল্মের টাকা কমার ভয়?

Mithun Chakraborty: মিঠুন বাংলাদেশি হিন্দু প্রশ্ন এড়িয়ে গেল, মুসলিম দেশে ফিল্মের টাকা কমার ভয়?

বাংলাদেশের সংখ্যালঘু বিদ্বেষ ও আক্রমণ দিনের পর দিন বেড়েই চলেছে। রোজই কোন না কোনও সংখ্যালঘু হিন্দু সেখানে আক্রান্ত হচ্ছে। বাংলাদেশেরে হিন্দু সন্যাসি চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পর থেকে উতপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। এই অবস্থায় বাংলাদেশকে কার্যত ধুয়ে দিয়েছেন বিজেপির হিন্দুত্ববাদী সমস্ত তাবড় তাবড় নেতারা। সেখানে কিনা বাংলাদেশ প্রসঙ্গে একবিন্দুও কথা বলতে চাইলেন না মহুগুরু তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তাঁকে এই বিষয়ে প্রশ্ন করা হলে সরাসরি মুখের ওপর স্পষ্টত জানিয়ে দিলেন যে তিনি এই বিষয়ে এখনই কোনও প্রতিক্রিয়া দিতে চান না। যা বলবেন পরে বলবেন। আর তাতেই উঠতে শুরু করেছে প্রশ্ন। বিভিন্ন সভা, মিটিং, মিছিলে ভরা সভায় তাঁকে নানান ডায়লগ, প্রতিশ্রুতি দিতে দেখা যায়। সেই সঙ্গে হিন্দুদের বিষয়েও কত কথা উঠে আসে তাঁর ভাসনে। মাস কয়েক আগেই তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সামনে বলেছিলেন যখন যেখানে দল তাঁকে দায়িত্ব দেবে বা দলের কিছু কাজ করতে হবে তিনি সেই কাজ করতে পিছুপা হবেন না। কিন্তু বর্তমানে বাংলাদেশে যেখানে হিন্দু মানুষজন দিনের পর দিন আক্রান্ত হয়ে চলেছে তাঁদের বিষয়ে একটাও কিছু না বলে কী করে তিনি প্রসঙ্গ এড়িয়ে গেলেন, নিয়ে ইতি মধ্যে দিকে দিকে প্রশ্ন উঠতেও শুরু করেছে। তাহলে কী তাঁর সবটাই কী লোক দেখানো।

Mithun Chakraborty avoids Bangladeshi Hindu issue

Advertisement