Advertisement

BJP ক্ষমতায় এলে মেয়েরা রাতে কখন বেরোবেন? Mithun Chakraborty 'টাইম' দিলেন

এসআইআর নিয়ে মানুষকে অহেতুক চিন্তা করতে বারণ করলেন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। পাশাপাশি তিনি মহিলাদের ক্রিকেট দল চ্যাম্পিয়ন হওয়ার অভিনন্দন জানান। পাশাপাশি তিনি বলেন, 'কিন্তু প্রশ্নটা হল, মহিলাদের তো আটটার পর বেরোতে বারণ করেছে। সেটা নিয়েই প্রশ্ন রইল। মহিলারা চ্যাম্পিয়ন হবে কী করে। যদি আটটার পর বেরোতেই না পারে। মহিলারা আটটার পর কেন বেরোবে, ওইসময় চোররা বেরোবে। বিজেপি ক্ষমতায় এলে মহিলা বারোটা- একটা যখন খুশি বাড়ি থেকে বেরোতে পারবেন। আনন্দ করবেন।'

Advertisement
POST A COMMENT