Advertisement

Weather Update Today: আবহাওয়ার বিপদ! হাতে 24 ঘণ্টা! তারপরেই ঝড়-বৃষ্টির প্রলয়ে ভাসবে বাংলা

সকাল থেকেই ঝলমলে আকাশ। কখনও কখনও আবার কালো মেঘ ঘোরাফেরা করছে। এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা ওড়িশায় অবস্থান করছে। আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে ফের বাংলায় ঢুকবে মৌসুমী অক্ষরেখা। এর ফলে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে ঢুকবে। আর তার জেরেই ফের বাংলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির প্রবল সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

monsoon trough entering bengal next week

Advertisement