সকাল হলেই শীতের আমেজ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সকালের হালকা ঠান্ডা ইতিমধ্যেই শহরবাসীর মন জয় করেছে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই অনেকটা নামল পারদ। রবিবার থেকে বাতাসের গতিপথ পরিবর্তন হতে পারে। ফলে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। মঙ্গলবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। ফলে স্বাভাবিকের নিচে যে তাপমাত্রা রয়েছে তা পৌঁছতে পারে স্বাভাবিকের কাছাকাছি। পশ্চিমী ও শীতল হওয়ার প্রভাব কমবে। বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প ও গরম হওয়া নিয়ে ঢুকতে পারে পূবালী বাতাস। এর ফলে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ এবং তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। সঙ্গে বাড়তে পারে কুয়াশার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে, আকাশ পরিষ্কার থাকবে।
Morning chill in south Bengal with temperature rise expected