Advertisement

Murshidabad Violence: মুর্শিদাবাদ হিংসায় কত মানুষ ঘরছাড়া-কীভাবে ফিরবেন তাঁরা? জানালেন জাভেদ শামিম

মুর্শিদাবাদে ঘরছাড়াদের প্রসঙ্গে এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম বললেন, মালদায় নদী পার করেই বেশিরভাগ লোক গিয়েছিলেন। তবে সংখ্যাটা যে খুব বেশি তা নয়। ২০০-র আশেপাশে হতে পারে। তাছাড়া হয় তো কেউ কেউ আত্মীয়ের বাড়ি চলে গিয়েছেন। সেটা সময়ের সঙ্গে জানা যাবে। মালদা পুলিশ এঁদের অনেককে দায়িত্ব নিয়ে ফেরত এনেছেন।

Advertisement
POST A COMMENT