বাজ পড়ে আহত ২০ জনেরও বেশি স্কুল পড়ুয়া। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ে। বৃহস্পতিবার দুপুরে বৃষ্টির সময় বাজ পড়ে ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ের মধ্যে থাকা একটি গাছে। আর এই বজ্রপাতের ঘটনায় ২০ জনের বেশি ছাত্রছাত্রী আহত হয়েছে। একের পর এক স্কুল আহত পড়ুয়াদের তাড়াতাড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক রয়েছে।