Advertisement

Murshidabad Violence: মুর্শিদাবাদে ট্রেন লক্ষ্য করে পাথর, ভাঙচুর-আগুন, নামল BSF, দেখুন VIDEO

ওয়াকফ আইনের বিরোধিতায় ফের রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদ। নিমতিতা স্টেশনে ট্রেন লক্ষ্য করে ছোড়া হল পাথর। তার জেরে বাতিল করা হয়েছে ২টি ট্রেন। ৫টি ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে বিএসএফ জওয়ানদের।

Advertisement
POST A COMMENT