Advertisement

Bhangar: আবার ভাঙড়!ভাইজান নওশাদের এলাকায় রহস্যজনক হলুদ ট্যাক্সি হানা দিতেই...

ভাইজান নওশাদের এলাকায় রহস্যজনক হলুদ ট্যাক্সি। আর হলুদ রঙের ট্যাক্সিতে তল্লাশি চালিয়ে চোখ কপালে পুলিশের। গাড়ির ভিতর থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ নেশার জিনিস উদ্ধার করল পুলিশ। তদন্তকারীরা মনে করছেন, এর সঙ্গে বড় কোনও মাদকচক্র জড়িত থাকতে পারে। হলুদ ট্যাক্সিতে করে এই বিপুল পরিমানে নেশার জিনিস কোথা থেকে এল, কেই বা নিয়ে এল তা নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছে।

Mysterious yellow taxi with drugs found in Bhangar area

Advertisement