scorecardresearch
 
Advertisement

Nabanna Festival at Nadia: আধুনিকতার ছোঁয়ায় নদিয়ায় জৌলুস হারাচ্ছে নবান্ন

Nabanna Festival at Nadia: আধুনিকতার ছোঁয়ায় নদিয়ায় জৌলুস হারাচ্ছে নবান্ন

কৃষিপ্রধান বাংলায় প্রধান উৎসবগুলি হয়ে থাকে মূলত কৃষিজ ফসল ঘরে ওঠার আনন্দে। তার মধ্যে অন্যতম হল নবান্ন উৎসব। সাধারণত অগ্রহায়ণ মাসে আমন ধান পাকার পর এই উৎসব অনুষ্ঠিত হয়। কোথাও কোথাও মাঘ মাসেও নবান্ন উদযাপনের প্রথা রয়েছে। নবান্ন অনুষ্ঠানে নতুন অন্ন পিতৃপুরুষ, দেবতা, কাক ইত্যাদি প্রাণীকে উৎসর্গ করে এবং আত্মীয়-স্বজনকে পরিবেশন করার পর গৃহকর্তা ও পরিবারবর্গ নতুন গুড় সহ নতুন অন্ন গ্রহণ করেন। এই উৎসব উপলক্ষ্যে ঘরে ঘরে তৈরি হয় নতুন চালের পিঠা, ক্ষীর-পায়েস সহ নানা উপাদান।

Nabanna Festival celebrated at Nadia

Advertisement