নবান্নের কাছে বড়োসড়ো পথদুর্ঘটনা। দ্বিতীয় হুগলি সেতু ও কোনা হাইওয়ে সংযোগকারী কলকাতামুখী রাস্তায় উল্টে গেলে ছাইয়ের কন্টেনার বোঝাই এক লরি। দুর্ঘটনাটি ঘটার সময় লরির তলায় চাপা পড়ে যায় এক ব্যক্তি। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। পরে তিনটি ক্রেনের সাহায্যে ওই কন্টেইনারটিকে তুলে চাপা পড়ে থাকা ব্যক্তিকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কি কারনে এই দুর্ঘটনা বা কিভাবে ওই ব্যক্তি গাড়িটির তলায় চাপা পড়লেন তা স্পষ্ট নয়। গাড়ির চালক ও খালাসী পলাতক রয়েছে। কন্টেনার বোঝাই লরিটিকে দ্রুত রাস্তা থেকে স্থানান্তরিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
Horrible Road Accident near Nabanna, One died under an overturned lorry