Advertisement

Nakashipara Incident: নাকাশিপাড়ায় আগুনে ভস্মীভূত কংগ্রেস কার্যালয়-সহ বেশ কয়েকটি দোকান

গভীর রাতে আগুনে পুড়ে ভস্মীভূত ৫০ বছরের পুরনো কংগ্রেস কার্যালয় সহ বেশ কয়েকটি দোকান। দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ কংগ্রেসের। ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার বিল্লগ্রাম অঞ্চলের যুগপুর বাজার এলাকায়। জানা যায় ৫০ বছরের পুরনো নাকাশিপাড়া থানার যোধপুর বাজারে একটি কংগ্রেসের কার্যালয় ছিল। প্রতিদিন নিয়মিত ওই কার্যালয়টি খুলে দলের বিভিন্ন কাজকর্ম নিয়ে আলোচনা করত কংগ্রেস কর্মীরা। গতকাল প্রতিদিনের মতো রাত আনুমানিক ৯টা নাগাদ কার্যালয় বন্ধ করে বাড়ি চলে যায় কংগ্রেস নেতৃত্বরা। রাত্রি সারে বারোটা নাগাদ তাদের কাছে পুনরায় খবর আছে কার্যালয়ে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে। খবর দেওয়া হয় দমকলকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল কর্মী এবং নাকাশিপাড়া থানার পুলিশ। প্রায় ঘন্টা দুয়েক এর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ বিষয়ে নাকাশিপাড়া কংগ্রেসের ব্লক সভাপতি পুলক সিংহ বলেন, এর পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। দুষ্কৃতিরাই এই ঘটনা ঘটিয়েছে। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেফতার না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।

Nakashipara Incident Several shops, including the Congress office, were gutted in the fire at Nakashipara

Advertisement