Advertisement

'ভারতের উন্নয়ন যাত্রায় West Bengal-কে শক্তিশালী ইঞ্জিন...', বড় বার্তা PM Modi-র

'ভারতের উন্নয়ন যাত্রায় পশ্চিমবঙ্গকে শক্তিশালী ইঞ্জিন করে তুলব'। দুর্গাপুরে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের মঞ্চ থেকে এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন,'বাংলা দেশের সেই রাজ্যগুলির অন্যতম, যেখানে সবচেয়ে বেশি বন্দে ভারত চলে। কলকাতা মেট্রোর সম্প্রসারণ ঘটছে। রেল ওভারব্রিজ তৈরি হচ্ছে। এই সব কাজ বাংলার মানুষের জীবনযাপনকে আরও সহজ করে তুলবে। ২০৪৭ সালের মধ্যে ভারতকে বিকশিত করতে হবে আমাদের'।

Advertisement
POST A COMMENT