Advertisement

RG Kar থেকে Kasba Case, PM Modi-র ভাষণে Kadambini Ganguly

'পশ্চিমবঙ্গের হাসপাতালও মেয়েদের জন্য সুরক্ষিত নয়। ডাক্তার বোনের উপর অত্যাচার হল। আপনারা দেখলেন কীভাবে তৃণমূল অপরাধীদের বাঁচাতে এগিয়ে এল। সেই ঘটনার রেশ কাটার আগেই একটা কলেজে এক মেয়ের সঙ্গে ভয়ঙ্কর অত্যাচার হল। অভিযুক্তের সঙ্গে তৃণমূলের যোগ বেরোল। তৃণমূলের বড় নেতা-মন্ত্রীরা নির্যাতিতাকেই দোষী ঠাওরেছেন। এমন অনেক উদাহরণ তৃণমূলের নির্মমতার সাক্ষী'। বাংলায় নারী সুরক্ষা নিয়ে তৃণমূল সরকারকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement
POST A COMMENT