'ভালো করে শুনুন ভারতের যারা নাগরিক নয়, যারা অনুপ্রবেশ করে এসেছে, তাদের সঙ্গে ভারতের সংবিধান অনুযায়ী ন্যায়সম্মত পদক্ষেপ করা হবে'। দুর্গাপুরের সভা থেকে তৃণমূলের বাঙালি অস্মিতা নিয়ে পাল্টা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন,'বাংলার অস্মিতার বিরুদ্ধে যে কোনও ধরনের ষড়যন্ত্র সফল হতে দেবে না বিজেপি। এটা মোদীর গ্যারান্টি। বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের দরকার। এখানে বিজেপি সরকার এজন্যও চাই, যাতে দিল্লি থেকে পাঠানো এক একটা সুবিধা এখানকার মানুষ পান'।