Advertisement

Nadia Oil Reserve: বাংলায় এই স্থান Natural Gas-Oil র অফুরন্ত ভাণ্ডার,উৎপাদন হচ্ছে না কার দোষে?

এই প্রথম নদিয়ায় সন্ধান মেলে প্রাকৃতিক গ্যাস ও তেলের অফুরন্ত ভান্ডার। যাকে কেন্দ্র করে আগামী দিনে ভারতবর্ষের অর্থনীতি দুরন্ত গতিতে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাড়বে বিপুল কর্মসংস্থান। নদিয়ার ধানতলা থানার অন্তর্গত চাপড়া ও অশোকনগরে পরপর দুটি প্রাকৃতিক গ্যাস ও তেলের অফুরন্ত ভান্ডার মিলেছে। বেশ কয়েক বছর আগে কেন্দ্রীয় সংস্থা ওএনজিসির তরফ থেকে শুরু হয় সন্ধান প্রক্রিয়া। এরপর বিভিন্নভাবে পরীক্ষা-নিরীক্ষা করে মেলে অফুরন্ত খনিজ তেলের ভান্ডার।

Natural gas and oil reserves found in Nadia

Advertisement