scorecardresearch
 
Advertisement

Naushad Siddiqui On Mamata Banerjee: ইমামদের প্রতি এখন হঠাৎ কেন ভালোবাসা উথলে উঠছে? দিদিকে প্রশ্ন নওশাদের

Naushad Siddiqui On Mamata Banerjee: ইমামদের প্রতি এখন হঠাৎ কেন ভালোবাসা উথলে উঠছে? দিদিকে প্রশ্ন নওশাদের

গত 21 অগাস্ট নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অল ইন্ডিয়া ইমাম মোয়াজ্জেম স্যোশাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন-এর সভায় ইমাম, মোয়াজ্জেমদের মাসিক ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের মাসিক ভাতা 500 টাকা বাড়ানো হয়েছে। কিন্তু এই 500 টাকা বর্ধিত অর্থ নিয়ে ইমাম, মোয়াজ্জেম ও পুরোহিতদের কোনও লাভ হবে না বলে মনে করেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন,সংখ্যালঘু সম্প্রদায়ের প্রকৃত উন্নয়ন করতে চাইলে প্রথমে বলব, সাচার কমিটির সুপারিশ বাস্তবায়ন করুন। এখনও সাচার কমিটির সুপারিশ বাস্তবায়ন করেনি সরকার।

Naushad Siddiqui On Mamata Banerjee

Advertisement