আমার হারানোর কিছু নেই, পাওয়ারও কিছু নেই। আমি অপেক্ষায় আছি। আমাকে দলের তরফ থেকে আঁটকানো হচ্ছে। তাঁরা বলছেন 7 ফেজে ইলেকশন আছে। এত তাড়াহুড়ো করার কোনও দরকার নেই। দাঁড়াব কি দাঁড়াব না, তা নিয়ে অনেকে অনেক মতামত দিয়েছিলেন। দল যে নির্দেশ দিয়েছে তাঁর বাইরে যেতে পারি না। তবে আমি যে ডিম্যান্ড করেছি আশা করি সেটা দল রাখবে। ভোটে প্রার্থী করা নিয়ে দলের সামনেই বিস্ফোরক মন্তব্য করলেন Isf বিধায়ক।
Naushad Siddiqui Vs Abhishek Banerjee