scorecardresearch
 
Advertisement

Mamata Banerjee on Sundarban: নতুন জেলা সুন্দরবন, হিঙ্গলগঞ্জে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

Mamata Banerjee on Sundarban: নতুন জেলা সুন্দরবন, হিঙ্গলগঞ্জে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

সুন্দরবনকে নতুন জেলা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ অর্থাত্‍ মঙ্গলবার হিঙ্গলগঞ্জের সরকারি জনসভায় মমতা বললেন, 'সুন্দরবনকে নতুন জেলা করছি। আরও অনেক স্বাস্থ্যকেন্দ্র, সরকারি অফিস তৈরি করা হবে।' এদিন হিঙ্গলগঞ্জের সরকারি অনুষ্ঠানে সুন্দরবনকে পৃথক জেলা ঘোষণা করেন মমতা। একই সঙ্গে হিঙ্গলগঞ্জ সহ সুন্দরবন সংলগ্ন সব জায়গার মানুষকে মমতা অনুরোধ করেন, ভোটার লিস্টে নাম তোলার জন্য। মমতা বলেন, 'ভোটার লিস্টে নাম না থাকলে আইডেন্টিটি থাকবে না। ১৭-১৮ বছর বয়স যাঁদের, তাঁরাও নাম তুলবেন। নাম তুলতে গিয়ে যদি কেউ বলে, আধার কার্ড নিয়ে এসো, জেনে রাখুন, ভোটার লিস্টে নাম তুলতে আধার কার্ড বাধ্যতামূলক নয়।

The new district will be Sundarban Mamata Banerjee announced in Hingalganj

Advertisement