পশ্চিমবঙ্গের উপর দিয়ে ছুটতে চলেছে আরও একটি বন্দে ভারত। অর্থাৎ নতুন বন্দে ভারত ছুটবে রাজ্যের উপর দিয়ে। এমনই সূত্রের খবর। অর্থাৎ রাজ্য়বাসীদের জন্য এই খবর অত্যন্ত আনন্দের। কারণ ইতিমধ্যেই রাজ্যে যে বন্দেভারত এক্সপ্রেস ছুটেছে তাতে বেশ আশায় ভারতীয় রেল। তবে এবার এই বন্দে ভারত পশ্চিমবঙ্গের কোনও প্রান্তিক স্টেশন থেকে ছাড়বে না, এমনই জানা যাচ্ছে। একটি সংবাদ মাধ্যম সূত্রের খবর, টাটানগর থেকে বারাণসী পর্যন্ত বন্দেভারত এক্সপ্রেস চালু করা হতে পারে বলেই রেল সূত্রের খবর।
New Vande Bharat Express For West Bengal