Advertisement

Jayrambati Matrimandir: বছর শুরুর দিনে মা সারদার জন্মভূমি জয়রামবাটিতে ভিড় ভক্তদের

বিদায় নিয়েছে পুরনো বছর। শুরু হল নতুন বছর। বছরের শুরুর দিন মা সারদা দেবীর পবিত্র জন্মভূমি জয়রামবাটিতে উপচে পড়ল পুণ্যার্থীদের ভিড়। এদিন সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ আসতে শুরু করেছেন 'মাতৃমন্দিরে'। বছরভর মায়ের এই পবিত্র জন্মস্থানে ভক্তদের আনাগোনা লেগেই থাকে। কিন্তু বছর শুরুর দিনটি বিশেষ দিনটিতে সেই সংখ্যা আরও কয়েক গুণ বেড়ে গেছে। পরিবার পরিজনের মঙ্গলকামনায় এদিন অসংখ্য মানুষ জয়রামবাটিতে এসে হাজির হন এবং পুজো দেন।

Advertisement
POST A COMMENT